শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার শেষ মুহুর্তে পাখি ড্রেসের দাম দ্বিগুন হলেও চাহিদা বেশী

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুলাই, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলার একটি পৌর শহর ও বিভিন্ন হাট-বাজার সরজমিন ঘুরে দেখা গেছে, সবগুলো দোকান বিশেষ করে কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড়। ঈদবাজারে বিভিন্ন পণ্যের চাহিদার চেয়ে ভারতীয় একটি নাটকে পাখি নামের অভিনেত্রীর পরিহিত সেই ড্রেস এখন পাখি ড্রেস নামে পরিচিত সারা বাংলাদেশ সহ নবীগঞ্জের ঈদ বাজারে। আর সেই পাখি ড্রেসেরই চাহিদা বেড়েছে নবীগঞ্জের এসব বাজারে। দোকানিরা দাম দ্বিগুন চাইলেও ড্রেসটি ক্রয় করতে ক্রেতাদের আগ্রহ রয়েছে। তবে চাহিদা অনুযায়ী বাজারে পাখি ড্রেস না পেয়ে অনেকেই অভিমানে খালি হাতে বাড়ি ফিরতে দেখা গেছে। ঈদের আনন্দ বাড়িয়ে নিয়ে কেনাকাটায় যেন উৎসবের রঙ লেগেছে। উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে দেশীয় পণ্যের চেয়ে ভারতীয় পোশাকে সয়লাব। ক্রেতারা বলছেন বাজার দখল করে রেখেছে ভারতীয় পণ্য। মুল্য হাঁকানো হচ্ছে আকাশ ছোঁয়া। রকমারি ডিজাইন ও বাহারী রঙের পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। আর্কষীয় পণ্যে ঢেলে সাজানো মার্কেট ও বিপনী বিতানগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। ক্রেতাদের নজর আকৃষ্ট করতে বিভিন্ন দোকানীরা আলোক সজ্জা করছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও নাশকতা এড়াতে নড়েচড়ে বসেছে প্রশাসনও। তবে বিগত বছরের তুলনায় এবার ব্যবসায়ীরা অধিক দাম হাঁকাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। সরজমিন ঘুরে দেখা গেছে, নবীগঞ্জ শহরের রাজা কমপ্লেক্স, গোল্ডেন প্লাজা, মরিয়ম মার্কেট সহ বিভিন্ন দোকানে বর্তমানে পাল্লা দিয়ে চলছে কেনাকাটা। বিগত বছরের তুলনায় এবার দেশীয় পণ্যের চাহিদা বেশী। পোশাকের জগতেও এসেছে বৈচিত্র। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ব্যবসায়ীরা চমক হিসেবে ছেলেদের জন্য বাজারে এনেছে শর্ট পাঞ্জাবি, ফ্যাশনেবল পাঞ্জাবি, বিভিন্ন ব্রান্ডের টি-শাট প্যান্ট, মেয়েদের জন্য ইন্ডিয়ান পাখি লংস্কাট ও পাখি লেহেঙ্গা আকৃষ্ট করছে ক্রেতাদের। তবে মূল্য একটু বেশি হলেও ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে বলে বিক্রেতারা জানান। দর্জি দোকানেও দেখা গেছে উপচে পড়া ভীড়। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সেলাই কাজে ব্যস্ত কারিগররা।। অন্যদিকে শাড়ি ও লুঙ্গির দোকানেও ক্রেতার আকর্ষন বাড়াতে সাটানো হয়েছে ব্যানার, ফেস্টুন। সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিন্ট, জামদানি ও বিশাল শাড়ীর পাশাপাশি রয়েছে রুহিতপুরী, স্ট্যান্ডার্ড, ঢাকাইয়া লুঙ্গি। তবে স্ট্যান্ডার্ড, রুহিতপুরী ও দেশী টাঙ্গাইল শাড়ীর কদর বেশী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পোশাক ও শাড়ীর সঙ্গে ম্যাচিং করে কসমেটিক্সের দোকানে চুড়ি, লিপষ্টিক, নেলপলিশ কেনাতেও ধুম পড়েছে।
নবীগঞ্জ শহরের ব্যবসায়ী মন্টি কর জানান, গত বছরের চেয়ে এবারে পোশাকে বৈচিত্র বেশি এসেছে। গ্রামীণ নারীদের গহনা চাহিদা মেটাতে স্বর্ণ পট্টির জুয়েলার্সের দোকানগুলোতে ক্রেতা খুব একটা চোখে পড়েনি। এদিকে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল ধরনের নাশকতা রোধে স্থানীয় পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান থানার অফিসার্স ইনচার্জ মোঃ লিয়াকত আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com