শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে জগদীশপুর ইউপি চেয়ারম্যানের অভিযোগ জেলা প্রশাসককে অবৈধ কারখানা সম্পর্কে অবহিত করায় সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ কারখানা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করায় হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন চেয়ারম্যন সাংবাদিকসহ ৬ বিরুদ্ধে হয়রানী মূলক মামলা দিয়েছে বিএইচএল কোং লিঃ। হয়রানী মূলক মামলা ও প্রকৃত ঘটনার বর্ণনা দিয়ে গতকাল বুধবার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খাঁন হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, চোরাই মাটি/বালু বন্ধে গত চলতি বছরের ১৩ মার্চ রসুলপুর সিলিকা বালু মহালের ইজারাদার হিসেবে তিনি লিখিত আবেদন করেছিলেন জেলা প্রশাসক বরাবর। ওই আবেদনের প্রেক্ষিতে প্রশাসন যখন চোরাই পথে আসা অবৈধ মাটি/বালু বন্ধে পদক্ষেপ গ্রহণ করা শুরু করা হয় ঠিক তখনই আবেদনকারী ও স্থানীয় প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে অবৈধ মাটি/বালু পাচারকারীদের সুযোগ করে দিতে গত ১৬ মার্চ বিএইচএল ফ্যাক্টরিতে চাঁদাদাবীর অভিযোগ তুলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহেদুল ইসলাম। চেয়ারম্যনের বিরুদ্ধে ইউ/পি ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা হতে বঞ্চিত করার মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলা হয়েছে। সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে গত ২০ জুন জগ/ইউ/পি-২০২২/০৫২ নং স্মারকে বিএইচএল এবং বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস কোম্পানীকে আদর্শ কর তফসিল ২০১৩ মোতাবেক নির্ধারিত হারে কর প্রদান পূর্বক ট্রেড লাইসেন্সসহ সকল সেবা গ্রহন করার অনুরোধ পত্র প্রেরণ করা হয়েছিল ইউনিয়ন পরিষদ থেকে। আদ্যবধি ওই প্রতিষ্ঠান তা পালন করেনি। এতদসত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মাধবপুর গত ৫ সেপ্টেম্ভর ২০২২ইং তারিখের ০৫.৪৬.৩৬৭১.০০০.০৭.০১০.২০-৬৫৪ নং স্মারকে জগদীশপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে অতিরিক্ত করারোপ এবং ট্রেড লাইসেন্স প্রদান না করার দায় নিরুপন করে ০৫ কার্যদিবসের মধ্যে ট্রেড লাইসেন্স প্রদানের নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্ভর ২০২২ইং তারিখে জগ/ইউ/পি-২০২২/০৮৫ এবং জগ/ইউ/পি-২০২২/০৮৬ নং স্মারকে বিএইচএল এবং বাংলাদেশ হার্ডল্যান্ড কোং লিঃ কে পূনরায় ৩ কার্য দিবসের মধ্যে ট্রেড লাইসেন্স গ্রহন ও ইউনিয়ন কর প্রদানের অনুরোধ করা হয়। তথাপিও বিএইচএল কোং অদ্যাবদি উল্লেখিত ট্রেড লাইসেন্স গ্রহন করেননি। এমনকি ইউনিয়ন পরিষদের বকেয়া টেক্সও পরিশোধ করেনি। পত্রমারফত বারবার তাগাদা দিলেও বকেয়া টেক্স পরিশোধ এবং হালসনের ট্রেড লাইসেন্স গ্রহন না করে উপরন্থ আমাকে হেয় ও ক্ষতিগ্রস্ত করার জন্য মাধবপুর থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা করে। সরকার যেখানে রাজস্ব আদায় ও পরিবেশ রক্ষায় কঠোর সেখানে অনুমোদনবিহীন কেমিক্যাল ফ্যাক্টরি পরিচালনা করে পরিবেশ ধ্বংস করার অভিযোগ তুলেন তিনি। জেলা প্রশাসক বরাবর ৬ সেপ্টেম্ভর ২০২২ ইং তারিখে ৭নং জগদীশপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত লাইসেন্সবিহীন শিল্প কারখানা হিসেবে বিএইচএল কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও বেন্সি সিরামিকস কোং লিঃ এর তালিকা প্রদান করা হয়েছে। বিএইচএল সিরামিকস, বাংলাদেশ হার্ডল্যন্ড সিরামিকস এবং বিএইচএল কেমিক্যাল ফ্যাক্টরি ইউনিয়ন পরিষদের করসহ সরকারের বিভিন্ন কর, ভ্যাটের কোটি কোটি টাকা আত্মসাৎসহ বিশেষ ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে মর্মে তিনি ধারনা করেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত উক্ত প্রতিষ্ঠান পরিবেশের ছাড়পত্র, গ্যাস সংযোগের সদব্যবহার, বিষ্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র, ভ্যাট, আয়কর, শ্রম অধিদপ্তরের ছাড়পত্র, বয়লার পরিদর্শকের অনুমতি, সিলিকেটের মূল্য ঘোষনা, অদৌ ১২০০ শ্রমিক কর্মরত রয়েছে কি না এবং জাতীয় ওয়েজ বোর্ডের নির্দেশনার মতো শিল্প প্রতিষ্ঠান নীতি যথাযথ গ্রহণ/প্রতিপালন করে ব্যবসা পরিচালনা করে আসছে কি-না সেগুলো তিনি উল্লেখ করেন। তাছাড়া উক্ত শিল্প কারখানার সীমানা প্রাচীরের কারণে জগদীশপুর ইউনিয়নের বেজুড়া, শ্যামপুর ও জগদীশপুর গ্রামের পানি নিষ্কাশনের খালটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা এখন ক্ষতির সম্মুখীন। ফ্যাক্টরির অবৈধ কর্মকান্ড গুলো হবিগঞ্জ জেলা প্রশাসককে পত্র দিয়ে জানানো হলে বিএইচএল সিরামিক কর্তৃপক্ষ গত ২৯ অক্টোবর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদ খানসহ ৬ জনের নামে মাধবপুর থানায় জিআর ৫০৯/২২ নং এ একটি চাঁদাবাজী মামলা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com