আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের ২ কুখ্যাত মাদক স¤্রাটকে ১৮৫০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মুখলেছুর রহমান (৪৮) ও একই উপজেলার রহমতপুর গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (২২)। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরা দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলা সদরের পাশে বসবাস করে আসছে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলা সদরের পাশে বাঙ্গারী ব্যবসার আড়ালে মুখলেছুর রহমান ও সোহাগ মিয়া মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে হিরন্ময় শর্মা সহ অন্যান্যরা গতকাল রাতে বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের জুয়েল মিয়ার কলোনীর ঝর্ণা আক্তারের বসত ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ হাবিবুর রহমান জানান, আটককৃত মুখলেছ ও সোহাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। বাহুবলে ভাঙ্গারী ব্যবসার নামে মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। এরা দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে থাকে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হবে।