বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। অফিসার ইনচার্জ গত ০৯ অক্টোবর ভোরে এসআই সন্তোষ চৌধুরী সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তারাসই গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হল, সাগরদিঘির দক্ষিণপাড় মহল্লার হাসান আলীর পুত্র মোঃ আলী হোসেন (২৭), সাগরদিঘির পূর্ব পাড় মহল্লার মৃত আলা উদ্দিনের পুত্র মিজানুর রহমান (২৯)। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।