স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার অসুস্থ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ৩/৪ জন মিলে তার ঘরে প্রবেশ করে হাত-মুখ বেধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রফাদফার চেষ্টা করে। এদিকে তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, এখনও অভিযোগ পাইনি। ফেলে ব্যবস্থা নেয়া হবে।