রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নবীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সাবেক এমপি শেখ সুজাত ৭ই নভেম্বরের বিপ্লবী চেতনায় জনতার ঐক্য গড়ে নব্য বাকশালীদের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে পৌর বিএনপি’র আহবায়ক ছালিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ¦ শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খালেদ আহমেদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউ.পি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, পৌর বিএনপির’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, ৯নং বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান আলহাজ¦ শেখ ছাদিকুর রহমান শিশু।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা মসফিকুজ্জামান চৌধুরী নোমান, মুরশেদ আহমদ, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমীন, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনাম উদ্দিন, বিএনপি নেতা ফুলকাছ মিয়া, আরজু মিয়া, কাউছার আহমেদ তালুকদার, মোঃ মনর উদ্দিন, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, মঈনুল ইসলাম বাচ্চু, সাজ্জাদ মিয়া (মেম্বার), মোঃ আব্দুল আহাদ, বাছিতুর রহমান রুহেল, মেহবুব আহমদ মোশাহিদ, নুরুল আমীন, জানার আহমদ জারনার, শাহিন আহমেদ বশু, হাফিজুর রহমান, সার্জেন অব. আবুল ফজল, রশময় শীল, সুন্দর আলী, সাহেব আলী, সাইফুর রহমান মালিক, অলিউর রহমান অলি, আবুল কালাম মিঠু, সাহেল আহমেদ প্রিন্স, খালিছ মিয়া, আলীনুর পাশা, সহিদুল ইসলাম, মোঃ মোশাহিদ আলী, ছেরাগ আলী, আল-আমীন তালুকদার, আহমদ ঠাকুর রানা, আমিনুল ইসলাম এলাইছ, হাফিজুর রহমান, জোবায়ের আহমদ, শামেলা বেগম, রোকেয়া বেগম, পরাগ আহমেদ ছানু, ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ শিহাব আহমদ। এছাগড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, ৭ই নভেম্বরের বিপ্লবী চেতনায় জনতার ঐক্য গড়ে তুলে নব্য বাকশালীদের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধের লক্ষ্যে রাজপথে থেকে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন ব্যক্তিগত মতানৈক্যের উর্ধ্বে উঠে দেশের মানুষের জান-মালের হেফাজত করে দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক্যবদ্ধভাবে রাজপথের সকল আন্দোলন সংগ্রাম সফল করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com