স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় পৌরকর পূণঃ নির্ধারন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গৌতম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভাপতির বক্তব্যে গৌতম কুমার রায় বলেন, প্রতি ৫ বছর পর পর পৌরসভার পক্ষ হতে সাধারন কর নিরূপন কার্যক্রম বাধ্যতামুলক। পৌরসভা এবার কর নিরূপন কার্যক্রম করতে গিয়ে সকলের মতামত গ্রহন করছে।
মতবিনিয়ম সভায় পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন জাহির উদ্দিন, খালেদা জুয়েল ও প্রিয়াংকা সরকার। সভায় বক্তব্য রাখেন প্রফসার ইকরামুল ওয়াদুদ, সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ডাঃ অসিত কুমার দাশ, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডষ্ট্রি’র সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, এডভোকেট প্রবাল মোদক, আব্দুল মোতালিব মমরাজ, পার্থ প্রতীম দাশ প্রমুখ।
বক্তারা হবিগঞ্জ পৌরসভার সাধারণ কর নিরূপন কার্যক্রমের বিভিন্ন বিষয়াদি আলোচনা করেন। তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ নানা সংকটের কথা বিবেচনায় রেখে সহনীয় পর্যায়ে করারোপ করার জন্য পৌরকর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। বক্তারা বলেন জনগনের উপর অতিরিক্ত করের বোঝা যাতে না চাপানো হয় সে ব্যাপারে মনোযোগী হতে হবে। সাথে সাথে নাগরিক সেবার মান বাড়ানোর উপরও তারা গুরুত্বারোপ করেন।