শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বলেন, ৮ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা। নাগরিক জীবনকে আরো সহজ সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন এর জন্যই এই মেলার আয়োজন। একদিনের এই মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দিনব্যাপী মেলায় ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।