স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশতাধিক হত-দরিদ্রদের মাঝে তেল, সেমাই, নুড্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ৩ টায় হবিগঞ্জ শহরের স্থানীয় আরডি হল প্রাঙ্গনে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পৗর কাউন্সিলর গৌতম কুমার রায়, দন্ত চিকিৎসক ডাঃ বিশ্বজিত আচার্য্যা সংগঠনের উপদেষ্ঠা রুবেল আহমেদ চৌধুরী, খালেদুজ্জামান খান, মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, সহ-সভাপতি তরফদার জাকারিয়া রুবেল, যুগ্ম সাধারণ এম কাউছার আহমেদ প্রমূখ।
অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন-শাহ পাপ্পু, শেখ রাব্বী, দেওয়ান শাকিল, নজরুল ইসলাম, মুন্না প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অর্ধশতাকি হত-দরিদ্রদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেন।