প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার প্রান কেন্দ্র ম্যাপল কে,জি এন্ড হাই স্কুলে গতকাল ৫ নভেম্বর নবীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক পর্যায়ের সরকারী, বেসরকারী, এনজিও, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের উপজেলার ৫০টি বিদ্যালয়ের ৪০০ ছাত্র/ছাত্রীদের নিয়ে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মেধা বৃত্তি পরীক্ষার মধ্যে বাংলা, ইংরেজী, গণিত তিন বিষয়ে দুই দিন অনুষ্ঠিত হবে। গতকাল সকাল সাড়ে ১০ টায় ১ম পরীক্ষা বাংলা এবং বিকালে ইংরেজী বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর সকালে পরবর্তী ও শেষ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরজমিনে দেখা যায় সকাল ৯টা হতেই ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে উৎসাহ আর উদ্দিপনা নিয়ে আসেন।
কেন্দ্র সচিব মুজিবুর রহমান জানান, সবার সহযোগীতায় মেধা বৃত্তি পরীক্ষায় সুষ্ঠ ভাবেই চলছে এবং সবার সহযোগীতা কামনা করছেন।