স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। পিডিবি সূত্রে জানা যায়, রামপুর ও রাজনগর ফিডারের আওতাধীন সকল এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ত্রুটিপূর্ণ তার মেরামত ও লাইনের ওপর গাছপালা পড়ে থাকায় তা অপসারণ করা হবে। এ কারণে বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে সময়ের পরিবর্তন হতে পারে।