এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ২৬শে অক্টোবর ২০২২ইং বুধবার হবিগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির দুই বারের নির্বাচিত সাবেক সভাপতি, যিনি লন্ডনে বাংলার স্বাধীনতার পক্ষে জনমত গঠনকারী মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেতাবে ভুষিত, যিনি বিবিসি রেডিওর আমন্ত্রণে শেফিল্ড ও লন্ডন রেডিওতে সাক্ষাতকার দিয়ে পূর্ব পাকিস্তানের করুন চিত্র তুলে ধরতেন, হবিগঞ্জ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আফরাজ আফগান চৌধুরী কে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের পক্ষ থেকে এক সম্মাননা অনুষ্টানের আয়োজন করা হয়।
ইংল্যান্ডের লুটন শহরে স্থানীয় আনন্দমহল সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজিলত আলী খান, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসেন চৌধুরী হিরু, এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হান্নান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক শফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, সিনিয়র সদস্য জাকারিয়া আহমেদ, নিয়াজ আহমেদ প্রমুখ। মুক্তিযোদ্ধা এডভোকেট আফরাজ আফগান চৌধুরী ৭১এর দুঃসময়ের অনেক স্মৃতিচারণ করেন, মুক্তিযোদ্ধের আদর্শে বলিয়ান হয়ে সকল প্রবাসীকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।