রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

‘মাশায়েখে বানিয়াচঙ্গ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে ‘মাশায়েখে বানিয়াচঙ্গ গ্রন্থের’ মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১০টায় দারুল কোরআন টাইটেল মাদ্রাসা মসজিদে ইসলাহুল উম্মাহ পরিষদের সভাপতি মাওলানা বশির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রওশন ইজদানির সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মাওলানা আব্দুল বাছিত আজাদ, মাওলানা ফজলুর রহমান খান, মাওলানা আশিকুর রহমান কাসেমী, মাওলানা শায়খ মুখলিছুর রহমান, মাওলানা কাজী আতাউর রহমান, বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল ড.মাসুদুল হাসান, ডাঃ মুবিন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, শেখ বশীর আহমেদ, মাওলানা শাখয় ইকবাল হোসাইন, মাওলানা মুজিবুর রহমান যশকেশরী, মাওলানা শফিকুর রহমান, ডাঃ মাওলানা মনির লস্কর, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মাওলানা ইয়াহিয়া, মাওলানা শেখ সিরাজুল ইসলাম, মাওলানা মুবাশ্বির আহমেদ, মাওলানা মমশাদ আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সিজিল আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, দোয়া পরিচালনা করেন মাওলানা আলী হায়দর।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, বানিয়াচং আলেম উলামাদের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এ এলাকায় যেমনিভাবে অনেক গুণী আলেম-উলামা,পীর-মাশায়েখ জন্ম নিয়েছেন, তেমনিভাবে জেনারেল শিক্ষিত অনেক গুণী ব্যক্তিত্বও রয়েছেন। মাশায়েখে বানিয়াচঙ্গ গ্রন্থের ন্যায় গত হওয়া দেশবরেণ্য ব্যক্তিদের জীবনী গ্রন্থাকারে প্রকাশ করার জন্য লেখকের প্রতি অনুরোধ জানাচ্ছি। শেষে মাশায়েখে বানিয়াচং গ্রন্থে’র লেখক মাওলানা শায়খ সাদিক আহমেদকে ইসলামের প্রচার প্রসার ও সাহিত্য চর্চার স্বীকৃত সরূপ বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদ এবং হযরত শায়খে গুনই (রহঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, বানিয়াচংয়ের মরহুম উলামা-মাশায়েখগণের বনার্ঢ্য জীবন ও কর্মের আলোকে বইটি প্রকাশ করা হয়েছে। বইটি পড়লে বানিয়াচংয়ের মরহুম বহু উলামা মাশায়েখদের সম্পর্কে জানতে পারবে বর্তমান প্রজন্ম। পরিশেষে ৮৬জন কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com