প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং ক্যাবল সার্ভিসের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকুর পিতা বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল আলিফ এর মৃত্যুতে বানিয়াচং ক্যাবল সার্ভিস পরিবার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গত ২ নভেম্বর বানিয়াচং ক্যাবল সার্ভিসের সাধারণ সভায় এক শোক প্রস্তাব গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন বানিয়াচং ক্যাবল সার্ভিসের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সহ-সভাপতি জাহির হোসাইন, সদস্য ইকবাল বাহার খান, এসএম খোকন, মরহুমের ছেলে অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, শংকর বিশ্বাস, মোঃ দিলোয়ার হোসেন, মোঃ লালন মিয়া, নাসিম ফজলে কাহের, মাহবুবুর রহমান খান মাসুদ, শ্যামায়ুল হোসেন, মহিবুর রহমান মাসুম, আরশাদ ফজলে খোদা লিটন, খলিলুর রহমান খলিল, মখলিছ মিয়া, শংকর গোপ, সাহিবুর রহমান, তোফাজ্জ্বল হোসাইন, মোঃ গৌছ চৌধুরী, আবু বকর ছিদ্দিক, ছায়েদ লস্কর, ছাদিক মিয়া, মাহবুব আলী হেলাল, মুর্শেদ মিয়া, সামছুল আলম চৌধুরী মিলন, মওদুদ মিয়া, মোঃ মন্নান মিয়া, দেবাশীষ চৌধুরী, বশির আহমেদ, জসিম এলাহী, মোবারক মিয়া, সামছুর রহমান, রিপন চন্দ্র দাশ, আলকাছ মিয়া, জালাল মিয়া, বাবলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (৩১ অক্টোবর) অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকুর পিতা বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল আলিফ (৯০) নন্দীপাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।