স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার রিচি ঈদগাহ মাঠে শালিসের শিরোমনি সদর উপজেলা চেয়ারম্যানসহ সঙ্গীয় শালিসানদের উপর হামলার প্রতিবাদে পইল স্কুল মাঠে গতকাল সকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পইল ইউ.পি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি অপদস্থ শালিসান বানিয়াচঙ্গের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও আহত শালিসান মন্দরী ইউ.পি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার শালিসানদের উপর হামলার বর্ণনা দেন। পইলের বিশিষ্ট মুরুব্বি আলহাজ আম্বর আলীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, অপদস্থ শালিসান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, চেয়ারম্যান মিসবাউল বারী লিটন, সাবেক চেয়ারম্যান এমএ কাদির সামছু, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান নিম্বর, সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, বিশিষ্ট মুরুব্বি সুরুজ আলী, সৈয়দ মুশফিকুর রহমান, আব্দুল হামিদ তালুকদার, শাহ আব্দুল কাইয়ুম, সারাজ মিয়া, শাহ আব্দুল মতিন, হাজী ফরিদ মিয়া, সৈয়দ মোতাব্বির হোসেন, মাওলানা আতাউর রহমান, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
বক্তাগন গত বৃহস্পতিবার রিচি ও সুলতান মাহমুদপুর গ্রামের মধ্যে সংঘর্ষ নিষ্পত্তির লক্ষ্যে জেলা ও পুলিশ প্রশাসন এবং রিচি সুলতান মাহমুদপুরের নেতৃবৃন্দের অনুরোধে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মন্দরী ইউ.পি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান আওয়াল, মটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফজলুর রহমান চৌধুরী ও বার’র সর্দার বহুলার আব্দুল মন্নানসহ শালিসের উদ্দেশ্যে রিচি ঈদগাহ মাঠে উপস্থিত হলে সেখানে শালিসানদের উপর হামলায় মন্দরী ইউপি চেয়ারম্যানকে গুরুতর আহত করায় নিন্দা প্রকাশ করে হামলাকারীদের কঠোর শাস্তির দাবী করেন। সভায় হাজার হাজার জনতা দুষ্কৃতিকারীদের প্রতি ৩ বার থু-থু নিক্ষেপ করেন। সভায় বক্তাগন হামলাকারী ও গডফাদারদের বিরুদ্ধে আইনানুগ কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন সহ রিচি গ্রামের কতিপয় বর্বর লোকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য হবিগঞ্জ জেলাবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়া ঈদ উত্তর ৪ আগষ্ঠ সোমবার হবিগঞ্জ জেলা সদরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানবন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।