স্টাফ রিপোর্টার ॥ গ্রীন ড্রাইভ প্রকল্প ধ্বংস করে শতাধিক গাছ কেটে দিয়েছে পল্লী বিদ্যুৎ। বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিস্কারের নামে গতকাল সোমবার তেলিয়াপাড়া এলাকায় শতাধিক বৃক্ষের মাথা কেটে নিতে দেখা যায়। বন বিভাগ সূত্রে জানা গেছে ২০১৮-’১৯ অর্থ বছরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর হয়ে তেলিয়াপাড়া, সাতছড়ি, চুনারুঘাট হয়ে শায়েস্তাগঞ্জ পর্যন্ত সড়কের দৃষ্টিনন্দন করার জন্য দুপাশে কৃষ্ণচুড়া, রাধা চুড়া, শিমুল, পলাশ, সোনাল, কাঞ্চনের মত বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছিল। রাজস্ব বাজেটের প্রায় ৯ লক্ষ টাকা বরাদ্দে গ্রীন ড্রাইভ প্রকল্পের উদ্ধোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক মোঃ মাহমুদুর হাসান মুরাদ।
গাছ কাটার কার্যক্রম তদারকি কালে পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল সলামের সাথে কথা বললে তিনি বিদ্যুৎ লাইন পরিস্কার হচ্ছে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ আহম্মেদ বলেন, গাছ কাটা রোধ করতে লোক পাঠানো হচ্ছে।