স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সম্মাননা স্মারক পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ মোদারিছ আলী টেনু। গত ২৯ অক্টোবর পুলিশিং ডে উপলক্ষে হবিগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এর পক্ষে হবিগঞ্জের পুলিশ সুপার এস. এম মুরাদ আলী রোটারীয়ান মোঃ মোদারিছ আলী টেনুর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ সময় অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।