মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর-শেরপুর রোড ব্রাক অফিসের সামনে ট্রাক ও বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রবিবার দুপুরে ট্রাকের ধাক্কায় অশেষ দাশ (২০) নামে একজন নিহত হন।
নিহত বানিয়াচং উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মতিলাল দাশের পুত্র। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ গামী ট্রাক নং- ঢাকা-মেট্রো-ট-২২-২২৮৯ এর সাথে বাইসাইকেল আরোহী অশেষ দাস (২০) সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করা হয়। পরে সিলেট যাওয়ার পথি মধ্যে তার মৃত্যু হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পরিদর্শক মোঃ ডালিম আহমেদ।