শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বর্ণাঢ্য আয়োজন ও দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতিনিধি সম্মেলন অত্যন্ত ঝাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক এস এম লুৎফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ স্বপন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি হাজী জালাল উদ্দীন খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তৌন্দ্রুর ইসলাম তৌহিদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন খলিফা ভুলু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কদর আলী মোল্লা, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউর হক জিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, যুবসংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহেগ, সৈনিক পার্টির সাধারণ সম্পাদক আবেদ খান, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি মুর্শেদ খান, সদস্য সচিব বরকত আলী, তরুন পার্টির আহ্বায়ক সৈয়দ মওদুদ আহমেদ, ছাত্র সমাজের সভাপতি বিপ্লব চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আরশাদ হোসেন খান, জাপানেতা দিলীপ বর্মন, নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক ফরহাদ ফুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিনেতা সামিউন খান, বাহুবল উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, নবীগঞ্জ পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি সহ জেলা, উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ। প্রতিনিধি সম্মেলনে মীর জিয়াউর হক জিয়াকে সভাপতি, সামিউন খানকে সহ-সভাপতি, মিলাদ হোসেন সুমনকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম আলীকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি ঘোষণা করেন। প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন বক্তব্যে মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে সংশ্লিতার অভিযোগে আব্দুল কাইয়ূমকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক থেকে বহিষ্কার এর ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com