সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

নবীগঞ্জে জালিয়াতির বিরুদ্ধে হুশিয়ারী বিদ্যালয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে পূর্ব জাহিদপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিগত ১৯৯৬ সালে বিদ্যালয়ের অনুকূলে দানকৃত ভূমি দাতা সদস্য তাজুল ইসলাম ওরফে সামছু মিয়া ফিরিয়ে নিয়ে জালিয়াতির মাধ্যমে বিক্রয় করেন। এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। ওই বিদ্যালয় নিয়ে স্থানীয় সংসদ সদস্য শাহনেওয়াজ গাজী মিলাদের নিকট থেকে ডিও নিয়ে বিদ্যালয় বিহীন এলাকা হিসেবে পূর্ব জাহিদপুর গ্রামের নাম ব্যবহার নিয়ে তোলপাড় চলছে। এলাকার বিশিষ্ট মুরুব্বি হুসন আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান চুনু মিয়া। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মঈন উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি ফজল মিয়া, সবুর মিয়া, ফজল মিয়া, আবু মিয়া, রাহেল আহমদ, উসমান মিয়া প্রমুখ।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন ১৯৯৬ সালে নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের আবদুল সোবহান, আব্দুর রহিম ওরফে কাচা মিয়া এবং মোঃ ফরিদ উদ্দিন ওরফে গেদা মিয়া ৮৭০নং দলিলে বিদ্যালয় স্থাপনের নিমিত্তে ৩১ শতক ভূমি হবিগঞ্জ জেলা প্রশাসকের অনুকূলে রেজিষ্ট্রি করেন। এর মধ্যে সোবহান মিয়া দাতা হলেও বাস্তবে তার কোন মালিকানাধীন ভূমি ছিলনা। তাজুল ইসলাম ওরফে সামছু মিয়া ১৮৯৩নং দলিলে ৩৩ শতক ভূমি পূর্ব জাহিদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে রেজেষ্ট্রি করে দেন। এক পর্যায়ে সামছু মিয়ার দানকৃত ভূমিতে বিদ্যালয় নির্মিত না হলে নিজের অনুকূলে ফিরিয়ে এনে অন্যত্র বিক্রি করেন। ৪৬১৫নং দলিলে ভায়া দলিল জালিয়াতি করে শামীম মিয়ার নিকট ৪৬৫নং দলিলে ২৬ শতক ভূমি বিক্রি করেন। এনিয়ে ১৭৩/১৮নং আপীল মামলা চলমান আছে। জালিয়াতির পর জালিয়াতি করে রেকর্ড সৃষ্টি করেন সামছু মিয়া। বাস্তবে কোন স্কুল না থাকলেও বিভিন্ন ভাবে শুনা যাচ্ছে জালিয়াত চক্র এমপির নিকট থেকে ডিও নিয়ে বিদ্যালয়ের নামে প্রতারণায় লিপ্ত রয়েছে। প্রতারক চক্র নিয়ে সকলের সতর্কতার পাশাপাশি শিক্ষা বঞ্চিত পূর্ব জাহিদপুর একটি বিদ্যালয় স্থাপনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com