চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ঐতিহ্যবাহি হযরত শাহ গাজী কালু (রাঃ) মাজারের দখল নিয়ে অপ্রীতিকর ঘটনার আশংকা করা হচ্ছে। ফলে মাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিনের পুরোনো চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গাজিপুর গ্রামের শাহ গাজী কালুর মাজারটি এখন একটি চক্র পবিত্রতা নষ্ট করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মাজারের ভক্তবৃন্দসহ ৩ শতাধিক লোক লিখিত অভিযোগ করেছেন।