বাহুবল প্রতিনিধি \ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় বাহুবল মডেল থানার উদ্যোগে আয়োজিত একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।
পরে থানা প্রাঙ্গণে বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়েরের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার পরিদর্শক রকিবুল ইসলাম খান, পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর হাই, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম. রশীদ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার নূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, তোফাজ্জল হক রাহিন, আ.ফ.ম উস্তার মিয়া তালুকদার, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, জেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নিরু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।