মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মাধবপুর থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার ভিতরে গিয়ে শেষে হয়।
পরবর্তিতে থানা প্রাঙ্গনে মাধবপুর থানার পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। সাংবাদিক কাওছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন আল মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লোকমান মিয়া, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান, ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তফা সুহেল, মীর খুরশেদ আলম, আরিফুল ইসলাম, সাংবাদিক শংকর পাল সুমন, মোঃ আইয়ুব খান, মোঃ মিজানুর রহমান, জামাল আবু নাছের, রাজীব দেব রায় রাজু প্রমূখ।