চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হুরারটিলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আলী আশরাফের নির্দেশে এসআই ছদরুল আমিন ও জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ডুলনা গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র উজ্জল মিয়া (২৭), জসিম মিয়ার পুত্র নাসির উদ্দিন নজরুল (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেছে। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।