নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা হেলাল আহমদের সভাপতিত্বে ও মুশাহিদ আলম চৌধুরী’র সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় মুখপাত্র এম মুজিবুর রহমান ডালিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মুরাদ আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম.এ কাইয়ূম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য যথাক্রমে রাখেন সিলেট জেলা জাপা নেতা ও জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কিমিটির সদস্য সেলিম আহমদ, জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কিমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কিমিটির আহবায়ক হাজী হায়দর মিয়া, উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কিমিটির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস শহীদ ও শহীদ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন জাপা নেতা হারুন মিয়া, মনর মিয়া, মোগল মিয়া, ফিরোজ মিয়া, ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক পার্টি নেতা শফিক উদ্দিন, জাকারিয়া, জাবেদ আহমদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা খুরশেদ চৌধুরী, মসু মিয়া, মতিন মিয়া, ফয়ছল মিয়া, মানিক চৌধুরী প্রমুখ।
কর্মী সমাবেশে সর্বসম্মতিক্রমে হেলাল আহমদকে আহবায়ক, শিপন আহমদকে সদস্য সচিব, শেখ সুহেলকে যুগ্ম সদস্য সচিব, মোশাহিদ আলম চৌধুরী, এনামুল হক চৌধুরী, জিলু খাঁন, মোগল মিয়া, হালিম আহমদ হৃদয়কে যুগ্ম আহবায়ক মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি ঘোষনা করেন সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম.এ কাইয়ূম।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটি সিলেট বিভাগীয় মুখপাত্র এম মুজিবুর রহমান ডালিম জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদের আহবানে আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলন সফল করার লক্ষে নবীগঞ্জ উপজেলাসহ প্রতিটি হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় একযোগে কাজ করার আহবান জানান।