প্রেস বিজ্ঞপ্তি ॥ আলোকচিত্র শিল্পীদের সংগঠন ‘শখের ছবিয়াল’- এর উদ্যোগে হবিগঞ্জে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকাস্থ শাইনিং স্টার কিন্ডারগার্টেন ক্যাম্পাসে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ওই সময় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী। শখের ছবিয়ালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন ডাঃ এস এস আল-আমিন সুমন, আশরাফুল আজিজ ওয়াফি, আশিস দাস, মাসুক আহমেদ, প্রাকৃতজনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য সিদ্দিকী হারুন, সুমন বণিক, জাবেদ খান, জারিন তাসলিম, তানভিরুল ইসলাম, বিলওয়াল হোসেন আরিয়ান প্রমুখ। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ-শিশুর মধ্যে ঈদবস্ত্র বিতরণ