শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

নবীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামিক ফ্রন্টের জশনে জুলুছে ও র‌্যালী

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ প্রতি বছরের ন্যায় এবারো নবীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছে বিশাল মোবারক র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামা’আত ও ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সাঃ) মোবারক র‌্যালী নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সহ¯্রাধিক মুসল্লি ও ছাত্র-সুন্নী জনতা।
র‌্যালী পূর্বক শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাঠে সকাল ১১টায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব বদরুল ইসলাম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান আল আবেদীর পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মৌলভী বাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান জালালী, বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী আনসারী, মাওলানা মুফতি আশিকুর রহমান সুমন, মাওলানা নাসির উদ্দীন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আনছার খাঁন, মোঃ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান। জশনে জুলুছে প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। র‌্যালীতে অংশগ্রহণকারীরা নারায়ে তকবির, নারায়ে রিসালত ইয়া রাছুলাল্লাহ ¯েøাগানে ¯েøাগানে নবীগঞ্জের রাজপথ মুখরিত করে তোলেন।
পরিশেষে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ হাবিবুর রহমানের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com