স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সদর, চুনারুঘাট ও লাখাইর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এ সময় লাখাই উপজেলার করাব গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান (৬০) কে তার বসত ঘর থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে গাঁজা সংরক্ষণের অপরাধের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লাখাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি চলছে।