শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জে সাহিত্য মেলার আলোচনা সভায় এমপি আবু জাহির \ সাহিত্য চর্চার মধ্য দিয়ে মানুষ নিজেকে পরিশুদ্ধ করতে পারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সাহিত্য চর্চার মধ্য দিয়ে মানুষ নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এক্ষেত্রে হবিগঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও অপসংস্কৃতিকে বিতাড়িত করতে সাহিত্য চর্চা বাড়ানোর বিকল্প নেই। তিনি গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আমরা বিশ্বাস করি সাহিত্য চর্চার মধ্য দিয়ে প্রগতিশীল চেতনার বিকাশ ঘটে। এর মধ্য দিয়ে সমাজ থেকে অনাচার, অবিচার ও ধর্মান্ধতা বিতাড়িত হয়। এজন্যই সরকার দেশে সাহিত্য চর্চা বাড়াতে নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এ সময় তিনি হবিগঞ্জে সাহিত্য মেলা আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান। হবিগঞ্জের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপি এই সাহিত্য মেলার পৃষ্টপোষকতা করেছে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও সমন্বয় করেছে বাংলা একাডেমি।
গতকাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com