স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি মুহাঃ জাফর এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের প্রতিকার চেয়ে অভিভাবক মোঃ দুলাল মিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন- তাদের বিভিন্ন জবরদস্তিমূলক ও নৈতিকস্থলন জনিত কারণে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরও সংশ্লিষ্ট কাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি মুহাঃ জাফর পরিদর্শন করে কোনরূপ ব্যবস্থা নেননি। উপরন্ত তিনি তাকে নিয়ে মোটর সাইকেলে স্কুল চলাকালীন বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে বেড়ান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি মুহাঃ জাফরের প্ররোচনায় সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ে না যেয়েও দীর্ঘদিন যাবত বেতন ভাতাদি নিচ্ছেন আবুল কালাম আজাদ। বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিযোগ থাকা সত্তে¡ও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজি মুহাঃ জাফর স্থানীয় রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ায় বিভিন্ন ভাবে আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। অনেক সময় তিনি মহিলা শিক্ষকগণকে ডার্লিং বলে সম্বোধন করে থাকেন। গভীর রাতে মোবাইল ফোনে শিক্ষিকাগণকে বিরক্ত করেন। স্থানীয় রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ায় তিনি সহকর্মীদেরকেও হেনস্থা করছেন। তিনি সময় মতো অফিস করেন না। ক্ষুদ্র মেরামত, ক্লিপ ও রুটিন মেরামত হতে তার কাস্টারভুক্ত স্কুল হতে ২ হাজার, ৩ হাজার এমনকি ৫ হাজার করে টাকা নিচ্ছেন। টাকা না দিলে শিক্ষকগণকে অপদস্ত হতে হয়। বিগত বছরের সাব কাস্টার প্রশিক্ষণে শিক্ষকগণকে ২৮০ টাকার পরিবর্তে ২৪০ টাকা দিয়েছেন। তিনি এই বিভাগের কর্মকর্তা ছাড়া প্রশাসনের লোকজন দিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানান। প্রসঙ্গত, ইতোপূর্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ নানা দপ্তরে আবেদন করেন এলাকাবাসী।