বাহুবল প্রতিনিধি \ বাহুবল উপজেলার মিরপুর বাজারের অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪ ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করে।
অভিযানকালে ব্যবসায়ী অলিউর রহমানকে ২ হাজার, জামাল চৌধুরী ও প্রান্ত পাল উভয়কে ৩ হাজার করে মোট ৬ হাজার এবং ফরিদ মিয়া নামের ওপর ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানের সর্বাত্ত¡ক সহযোগিতায় ছিল বাহুবল মডেল থানার এক পুলিশ।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমা জরিমানার বিষয়টি নিশ্চিত বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।