স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভার তিনদিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলার শেষ দিন আজ। মঙ্গলবারে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ মেলার শুরু হয়। কর প্রদান প্রক্রিয়া সহজীকরণ ও পৌরসভার করদাতাগণকে করপ্রদানে উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার এ মেলার শেষ দিনে করদাতাগণ তাদের পৌরকর এবং পানির বিল পরিশোধ করবেন। মেলায় পৌরকর পরিশোধ করলে চলতি কিস্তির উপর ১০ শতাংশ রিবেটের সুযোগ পাবেন করদাতাগণ। পানি বিল প্রদানকারীরা পাবেন সারচার্জমুক্ত বিল প্রদানের সুবিধা। করমেলায় পানির বিল ও পৌরকর প্রদানকারীদের দেয়া হচ্ছে সম্মাননা সনদপত্র। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত তিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলায় সকল নাগরিককে কর প্রদান করে হবিগঞ্জ পৌরসভা উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করার আহবান জানান মেয়র আতাউর রহমান সেলিম।