স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত নিউ মেডিল্যাব হাসপাতালের পরীক্ষায় এক বিদেশ ফেরৎ যুবকের রক্তে প্রাণঘাতী এইচআইভি পজেটিভ রিপোর্ট এসেছে। অপরদিকে একই যুবকের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট ইবনে সিনা হাসপাতালের একই পরীক্ষায় এসেছে এইচআইভি নেগেটিভ। ওই ৩টি রিপোর্টের কোনটি ভূল আর কোনটা সঠিক এ নিয়ে স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে চলছে নানা ধরণের গুঞ্জন। এ নিয়ে দুঃশ্চিন্তা দিন কাটাচ্ছে ভূক্তভোগী বিদেশ ফেরৎ ওই যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের শাল্লার ভাটগাঁও গ্রামের বাসিন্দা মোঃ রেজুয়ান নামে এক যুবক দীর্ঘ ৬ বছর প্রবাস জীবন কাটিয়ে গত ৮/১০ দিন পূর্বে বাড়ীতে আসেন। আসার পর থেকে সে শারীরিক নানা ধরণের সমস্যায় ভূগছিল। মনের সন্দেহের বিষয়টি সে স্ত্রী সহ পরিবারের সদস্যদের নিকট প্রকাশ করে। সবার সম্মতি নিয়ে গত ২৩ অক্টোবর রবিবার সে আজমিরীগঞ্জ নিউ মেডিল্যাব হাসপাতালে রক্ত পরীক্ষা করায়। উক্ত হাসপাতালের রিপোর্টে প্রাণঘাতী ব্যাধি এইচআইভি (একুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম) পজেটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর সবাই মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরদিন ২৪ অক্টোবর সোমবার ওই যুবককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। একই দিন সেখানে একই পরীক্ষা করানো হয়। রিপোর্ট আসে এইচআইভি নেগেটিভ। বিষয়টি আরও ভালভাবে নিশ্চিত হতে উন্নত পরীক্ষার তাগিদে এর পরদিন অর্থাৎ গত ২৫ অক্টোবর মঙ্গলবার ভর্তি করানো হয় সিলেটের ইবনে সিনা হাসপাতালে। সেখানে রিপোর্ট আসে এইচআইভি নেগেটিভ। হাসপাতালে একই পরীক্ষার ভিন্ন ভিন্ন রিপোর্ট নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ছাড়া আজমিরীগঞ্জের নিউ মেডিল্যাব হাসপাতালের রিপোর্টে মোঃ রেজুয়ান এর স্থলে লিখা হয়েছে মোছাঃ রুপশা/রেজুয়া। পুরুষের স্থলে উল্লেখ করা হয়েছে মহিলা। এ ছাড়া বয়স ৩০ এর স্থলে লিখা হয়েছে ২০। এ ব্যাপারে নিউ মেডিল্যাব হাসপাতালের পরিচালক মোঃ আশরাফ উদ্দিন জানান, আমরা ডিভাইসের মাধ্যমে পরীক্ষা করি। ভুল হতে পারে। তবে রিপোর্টটি এখনও ডিভাইসে রয়ে গেছে।