শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বাহুবলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ পরবর্তী প্রজন্মকে শুধুমাত্র সাধারণ শিক্ষায় শিক্ষিত না করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে যেমন নিজের ক্যারিয়ার মজবুত ভিত্তিতে পৌছাবে তেমনি ভাবে দেশেও দক্ষ জনগোষ্ঠি তৈরী করা যাবে। আর এতে করে দেশ ও জাতি উভয়ই সমানভাবে উপকৃত হবে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, পর্যটন অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে বাহুবল উপজেলা একটি সম্ভাবনাময় স্থান। এ উপজেলার পাহাড় ও হাওরাঞ্চলকে নিয়ে একটি পর্যটন এরিয়া গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি। এ লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের মাধ্যমে ভিশন ২০২১ বাস্তবায়ন হওয়ায় আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন ৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র পরিণত করতে সকলকে মিলেমিশে কাজ করার আহŸান জানান তিনি।
হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মুহাম্মদ জুনাইদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন) মিন্টু চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমীন ও গিতা পাঠ করেন বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত।
মতবিনিয়ম সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ভ্যান গাড়ী বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com