স্টাফ রিপোর্টার \ কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় অভিযান পরিচালনা করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা আক্তার (৩৪) নামে চুনারুঘাটের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। সেখানে অভিযানের নেতৃত্ব দেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স। আটক নাজমা আক্তার চুনারুঘাট উপজেলার উত্তর বরাই এলাকার লাকসু মিয়ার স্ত্রী। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, এক নারী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে উপজেলা সদরে অবস্থান করছেন এমন খবর পাই। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গাঁজাসহ আটক নাজমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।