স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক ইসমাইল হোসেন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, শরীফ চৌধুরী, এম এ আর শায়েল, এমএ ওয়াহেদ, সালাম চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এম এ হাকিম, জুয়েল চৌধুরী, এমএ আজিজ সেলিম, মামুন চৌধুরী, এনামুল হক সায়েম, আব্দুল কাদির, ফয়ছল চৌধুরী, মোঃ সেলিম মিয়া, মোঃ জমির হোসেন, কাজী মিজানুর রহমান মিজান, জাকারিয়া চৌধুরী, এসডিআর পিনাক, মোঃ সজলু মিয়া প্রমুখ। এছাড়াও রাজনগর এতিমখানার এতিম শিশুসহ রাজনৈতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।