স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ৩নং ওয়ার্ডে নবীগঞ্জের প্রার্থীকে পরিকল্পিতভাবে পরাজিত করানোর অভিযোগ পাওয়া গেছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে।
গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আব্দুল মুহিত লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অটোরিক্সা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ আসাদ উল্লাহ রেজাল্ট শীটে তাকে ১০৬ ভোটে বিজয়ী দেখান। পরে পুনরায় তা কেটে তাঁর প্রাপ্ত ভোট দেখানো হয় ০২। আর তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী টিউবওয়েল প্রতিকের শেখ মোহাম্মদ শফিকুজ্জামানকে ১০৬ ভোটে বিজয়ী দেখানো হয়।
এ অবস্থায় প্রিজাইডিং অফিসার মোঃ আসাদ উল্লাহ প্রার্থী মোঃ আব্দুল মুহিতকে রেজাল্ট শীটে সাক্ষর করার কথা বললেও তিনি তাতে সাক্ষর করেননি। তিনি আরও অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করানো হয়েছে। এ ছাড়া তার এজেন্ট মোঃ সেলিম মিয়াও রেজাল্ট শীটে স্বাক্ষর করে নাই। এ নিয়ে সর্বত্র আলোচনা ঝড় বইছে।