স্টাফ রিপোর্টার ॥ অলিপুরে প্রতিপক্ষের দায়ের কুপে ক্বারী মোছাব্বির রহমান নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্বারী মোছাব্বির গতকাল বিকালে মাছ ধরার জন্য তার নিজের জমির পাশের একটি খালে যায়। এসময় ওই জমির ভাগীদার একই উপজেলার সুরাবই গ্রামের লাল মিয়ার ছেলে দুলাল মিয়া ক্বারী মোছাব্বিরকে মাছ ধরতে নিষেধ করে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ক্ষিপ্ত হয়ে বিলালসহ আরও ৪জন মিলে কুপিয়ে তাকে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে জমি থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এই ঘটনা নিয়ে এলাকায় দুপরে লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।