স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামের মা ফিলিংস স্টেশনের সামন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকরা হল, চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত কুদরত আলীর পুত্র তারা মিয়া (৪০), বালিয়ারী গ্রামের রেনু মিয়ার পুত্র আব্দাল মিয়া (৩০)।
গত মঙ্গলবার বিকেলে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই আলমগীরসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর মা ফিলিংস স্টেশনের সামন থেকে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।