মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে গতকাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাযাত পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান। এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মুনির, ইউএনও এসএম মুনীর উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমির হোসেন মাস্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, ওসি (তদন্ত) বিশ্বজিত দেব। এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যাংকার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বানিয়াচং থানার কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহন করেন।