শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে অবহিতকরণ প্রশিক্ষণ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবদের নিয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণের উদ্বোধন ও স্বাস্থ্য জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্ট্রিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় নবীগঞ্জ সরকারী কলেজের হল কক্ষে এ প্রশিক্ষণের সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী, জাতীয় স্থানীয় সরকার ইনস্ট্রিটিউট (এনআইএলজি) প্রকাশনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল মল্লিক, হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, মোঃ ইজাজুর রহমান, নির্মলেন্দু দাশ রানা, শেখ ছাদিকুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, এমদাদুর রহমান চৌধুরী, আক্তার হোসেন ছুবা মিয়া, মোঃ নোমান হোসেন, মোঃ ছালিক মিয়া, শাহ রিয়াদ নাদির সুমন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, ইউপি সদস্য ও সাংবাদিক শাহ সুলতান আহমদ, ইউপি সচিব আব্দুল আহাদ, রাশেন্দ্র কুমার দাশ, মাওঃ আব্দুল আহাদ, নিলয় দাশ, শাহাজান মিয়া, রোকন উদ্দিন, মৃনাল কান্তি পাল চৌধুরী, সঞ্জয় দাশ, মোঃ সিদ্দিক আলী, অর্জুন দাশসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বর্তমানে মাদক আমাদের সমাজে এক সর্বনাশা ব্যধি হিসেবে তীব্র ভাবে বিস্তার লাভ করছে। মাদকের প্রভাবে প্রভাবিত হচ্ছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাদকের কুফল না জেনেই তারা পা দিচ্ছেন এই ভুল পথে। তাই গ্রামে-গঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনপ্রতিনিধি সহ সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com