স্টাফ রিপোর্টার ॥ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বৃহস্পতিবার দাওয়াতে ইসলামী সিলেট বিভাগের উদ্যোগে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইজতেমায়ী যিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার খলিফায়ে আমীরে আহলে সুন্নাত, হযরত মাওলানা উবায়েদ রেজা আত্তারী মাদানী (মা.জি.আ)। এছাড়া দাওয়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং হবিগঞ্জ ও সিলেট বিভাগের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এতে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
উল্লেখ্য,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাতের এক মাত্র খলিফা ও শাহজাদা হযরত মাওলানা উবায়দ রেজা আত্তারী মাদানী (মা:জি:আ:)। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ১০টায় মোনাজাতের মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।