স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমেদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিট আবেদন খারিজ করে এ আদেশ দেয়া হয়। বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। গত ২৮ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাইকালে স্বাক্ষর নিয়ে জটিলতা দেখা দিলে প্রার্থী উপস্থিত হয়ে স্বাক্ষর প্রমান না করায় মনোনয়ন বাতিল করে জেলা নির্বাচন অফিসার মোঃ সাদিকুল ইসলাম। এ বাতিল আদেশের বিরুদ্ধে শাহিন আহমেদ বিভাগীয় কমিশনারের নিকট আপিল করলে ২২ সেপ্টেম্বর তা না-মঞ্জুর করা হয়। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। গতকাল ওই রিট আবেদন খারিজ করে শাহিন আহমেদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন হাই কোর্ট।