নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিক মুহাম্মদ শওকত আলীর উদ্যোগে বন্ধুবান্ধবদের সম্মানে গত শুক্রবার, নবীগঞ্জ শহরের আরজু হোটেলস্থ এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন নবীগঞ্জ বিশ্ব সংবাদ বিতান এর ম্যানেজার মিয়াধন মিয়া, দৈনিক দিনকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান অলি, কামরুল ফার্ণিচার মাঠের সত্ত্বাধিকারী মোঃ আমীর হোসেন, ইমরান স্টোরের সত্ত্বাধিকারী মোঃ ওয়ারিদ মিয়া, ইলেকট্রিশিয়ান আমিনুল হক, ফিউচার গ্র“পের পরিচালক জুনেদ আহমেদ, রিয়া ইলেক্ট্রনিক্স এর সত্তাধিকারী মোঃ সুবিন চৌধুরী, বিউটি ফ্যাশনের সত্ত্বাধিকারী মিল্টন আহমেদ চৌধুরী, শাহজাহান মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আমীর হোসেন।