বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

দীর্ঘ ২৪ বছর পর যুবলীগ থেকে বিদায় নিচ্ছেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ২৪ বছর পর যুবলীগ থেকে বিদায় নিচ্ছেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম। স্বৈরাচার বিরোধী আন্দোলন, অপরেশন ক্লিন হার্ট, ১/১১ সহ বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার আতাউর রহমান সেলিম। যার হাতের ছোয়ায় দীর্ঘ ২৪ বছরে হবিগঞ্জে যুবলীগ একটি শক্তিশালী সংগঠনে রূপ নিয়েছে। হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ১৯৮৫ সালে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ দিয়েই তার রাজনীতি শুরু। আতাউর রহমান সেলিমকে ১৯৮৬ সালে হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকর দায়িত্ব দেয়া হয়। পরে ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ সালে তাকে জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। ২০০৫ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে আতাউর রহমান সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃরায় সভাপতি নির্বাচিত হন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনের ২৪টি বছর যুবলীগের ছিলেন তিনি। আজ ১১ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে যুবলীগের রাজনীতি থেকে বিদায় নেবেন আতাউর রহমান সেলিম।
৩৭ বছর রাজনীতির জীবনে আতাউর রহমান সেলিম দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় ২৪টি মামলার আসামী হয়ে ৯ বারে প্রায় ১৮ মাস কারাভোগ করেছেন। অপারেশন ক্লিন হার্ট এর সময় ১ বছর ও ১/১১ এর সময় ২ বছর আত্মগোপনে ছিলেন আতাউর রহমান সেলিম। জেল-জুলুম, নির্যাতনের পরও যুবলীগকে সু-সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com