বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের কয়েকটি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। সমাজচ্যুত পরিবারের সাথে কেউ কথা বললে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করলে, জমিজমা আবাদ করলে তাদের বিরুদ্ধেও কঠিন ফরমান জারী করা হয়েছে। আদিম যোগের এমন সিদ্ধান্তে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কদুপুর গ্রামের একটি জায়গা নিয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন কদুপুর গ্রামের বাচ্চু মিয়া। তাতে ক্ষুদ্ধ হয় স্বার্থান্বেসী একটি মহল। স্বাভাবিক ভাবেই মামলায় নিজেদের স্বার্থে আঘাত পড়া ব্যক্তিরা একজোট বদ্ধ হয়ে গ্রামের একটি কুচক্রী মহলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। ফলশ্রুতিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে কদুপুর বাজারের সাহিদুর মিয়ার চা স্টলের পিছনের একটি জায়গায় এক বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মামুন মিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন খুর্শেদ মিয়া, ময়না মিয়া, ইয়াওর মিয়াসহ এলাকার কিছু যুবক। কোনো ধরনের আলোচনা ছাড়াই মামলার বাদী বাচ্চু মিয়াকে এবং জায়গার মালিক শামিম হককে সমাজচ্যুত ঘোষনা করা হয়। একই সাথে শামিম হককে সমাজে উঠতে হলে কিংবা গ্রামে প্রবেশ করতে হলে তাকে ৫ লক্ষ টাকা দিতে হবে বলে ঘোষনা দেয়া হয়। শামিম হক কিংবা বাচ্চু মিয়ার সাথে গ্রামের কেউ কথা বললে, তাদের কাছে কেউ জিনিসপত্র বিক্রি করলে, তাদেরকে কেউ গাড়ি দিয়ে আনা নেয়া করলে, তাদের জমিজমা আবাদ করলে সংশ্লিষ্টদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থ দন্ডেরও ফরমান জারী করা হয়। এমন ঘোষনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামে আধিপত্য বিস্তার করতেই এমন বেআইনী সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
সমাজচ্যুতের শিকার বাচ্চু মিয়া বলেন, সমাজচ্যুত ঘোষনার মাধ্যমে আমাদের মান সম্মান হানী করা হয়েছে, আমাদেরকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। শামিম হকের সাথে সম্পর্ক থাকায় একই গ্রামের সেজু মিয়া, শামসুদ্দিন রিপন, রোহেল মিয়া, মোঃ ইমানী এবং নোমান মিয়াকেও সমাজচ্যুত করা হয়েছে।
কদুপুর বাজারে অবস্থিত নোমান মিয়ার দোকান ঘর খুলতে দেয়া হচ্ছে না মামুন মিয়া ও তার লোকজন। এ ব্যাপারে নোমান মিয়া বলেন, আমার মুদি মালের দোকান ঘর মামুন মিয়ারা খুলতে দিচ্ছে না। দোকান ঘরে থাকা পচনশীল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পচে নষ্ট হয়ে গেছে। সমাজচ্যুত ঘোষনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি আবেদন করা হয়েছে।