স্টাফ রিপোর্টার ॥ এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ সজিব আলী ১৯৭৮ সালের সিলেট জেলাধীন হবিগঞ্জ মহকুমা শাখা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নির্বাচিত হন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে তিনি ওই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার সাথে মারাজ মিয়া নামে আরেক শ্রমিক নেতা সভাপতি নির্বাচিত হন। এরশাদ সরকার ক্ষমতায় আসার পর হবিগঞ্জ মহকুমা থেকে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হলে তখন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল জব্বার ও সজিব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৮ সালে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়। যার রেজিঃ নং- চট্র ১৩৫৬-৮৮। এর মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হন হবিগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী। শহিদ উদ্দিন চৌধুরী ওই সংগঠনটির সভাপতির হলেও সকল দায়িত্ব পালন করে আসছেন সাধারণ সম্পাদক সজিব আলী। সংগঠনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি পুলিশী নির্যাতনসহ হাজতবাস করেছেন। শ্রমিকদের আন্দোলন সংগ্রাম, ন্যায্য দাবি-দাবা আদায়ে হবিগঞ্জে যত আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনেই অগ্রণী ভূমিকা রাখছেন সজিব আলী।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হলেও ২০১৮ সালের দিকে নাম সংশোধন করে এ সংগঠনটি হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নামে প্রতিষ্ঠিত হয়। নিজ দায়িত্ব সত্যতা ও নিষ্ঠার সাথে পালন করায় শ্রমিক নেতা সজিব আলী এ পর্যন্ত সংগঠনটির ৬টি নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত ৮ অক্টোবর অনুষ্ঠিত সংগঠনটির নির্বাচনে ছাতা প্রতিক নিয়ে ১২৪০ ভোট পেয়ে পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শ্রমিকরা জানান, প্রতিটি নির্বাচনেই সজিব আলীকে সাধারণ সম্পাদক পদ থেকে
সড়ানোর জন্য নানা ষড়যন্ত্র করা হয়। কিন্তু সাধারণ শ্রমিকরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাকেই এ পদে নির্বাচিত করেন। এবারের নির্বাচনেও তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। তাকে পরাজিত করার জন্য তার বিরুদ্ধে নানা অপ-প্রচার করা হয়েছে। এমনকি অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কতিপয় নেতা সজিব আলীকে পরাজিত করার জন্য তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে প্রচার-প্রচারণা করেছেন। তাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এতো ষড়যন্ত্রের পরও সাধারণ শ্রমিকরা গোপন ব্যালটের মাধ্যমে সজিব আলীর ছাতা প্রতিকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন।
শ্রমিক নেতা আব্দুল আজিজ জানান, শ্রমিকদের নিবেদিত প্রাণ সজিব আলী। এ জন্য প্রতিটি নির্বাচনেই শ্রমিকরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন। তার বিকল্প এখনো কেউ তৈরী হয়নি এই সংগঠনটিতে। মহান আল্লাহ তালার কাছে বলবো তাকে যেন সুস্থ রাখেন।
শ্রমিক নেতা নুরুল ইসলাম রাজু বলেন, কোথায় কোন শ্রমিক বিপদে পড়লে সর্বপ্রথম সজিব আলী সাহেব ঝাপিয়ে পড়েন তাকে বিপদ থেকে মুক্ত করার জন্য। তার জন্য মালিকরা শ্রমিকদের উপর সব কিছু চাপিয়ে দিতে পারেন না। শ্রমিকদের যত সমস্যা হয়েছে তিনিই সমাধান করছেন। যেসব শ্রমিক দুর্টনায় মারা যাচ্ছেন তাদের পরিবারের মাঝে মৃত্যু দাবির টাকা যথা সময়ে মৃত শ্রমিকের পরিবারের হাতে তুলে দিচ্ছেন। বলতে গেলে শ্রমিকদের পরম আপনজন তিনি। ইতিপূর্বে শ্রমিক নেতা সজিব আলী বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রম আদালত সিলেট বিভাগ জুরি বোর্ডের সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হবিগঞ্জ শচীন্দ্র কলেজ গর্ভনিং বডির সদস্যের দায়িত্ব পালন করছেন। এ দিকে শনিবার হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সজিব আলী পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আজ দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ সংগঠটির কার্যালয়ে গেলে দিনভর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শ্রমিকরা আনন্দ মিছিল করেন।
এ সময় শ্রমিক নেতা সজিব আলী বলেন, নির্বাচনে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শ্রমিক ভাইয়েরা আমাকে বিপুল ভোট দিয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এ জন্য আমি সকল শ্রমিক, আমার কর্মী, সমর্থকসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, আইন-শৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, শ্রমিক নেতা মোজাম্মেল হোসেন, মোঃ সেলিম আহম্মেদ, মোঃ আবিদুর রহমান-১ ও মোহাম্মদ আলী, মোঃ নুরুল আমিন লালন প্রমুখ।