প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে সদর ইউনিয়ন জাতীয় পার্টি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় নবীগঞ্জ ওসমানী রোডে জাতীয় পার্টির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় পার্টিনেতা আবু ইউছুফ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি মুজাহিদ আহমদ শাহীন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, জেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সরওয়ার সিকদার, জাপানেতা অলিদুর রহমান অলিদ, আব্দুল মালিক, খোর্শেদ মিয়া, শামীম আহমেদ চৌধুরী, কাওসার আহমেদ, তোফাজ্জুল মিয়া, সাবির আহমেদ চৌধুরী, সাইফুল আহমেদ, আব্দুল হক প্রমুখ।
কর্মী সভায় সর্বসম্মতিক্রমে আবু ইউছুফ কে আহ্বায়ক, অলিউর রহমান, সুজন মিয়া, আব্দুল কাইয়ুম, তোফাজ্জুল মিয়া, আব্দুল মালিক, শামীম আহমেদ চৌধুরী, নুর মিয়া কে যুগ্ম আহ্বায়ক ও মুজাহিদ আহমদ শাহীন কে সদস্য সচিব করে নবীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টি ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।