স্টাফ রিপোর্টার ॥ শহরের বড় বহুলা এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল খান ওরফে ফয়ছল (৩৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের পুত্র। গত রবিবার রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ বহুলা গ্রামের সাব্বির হোসেনের বাড়ির সামন থেকে কামালকে আটক করেন। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১শ ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই আলমগীর বাদি হয়ে সদর থানায় মাদক মামলা করেছেন। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।