স্টাফ রিপোর্টার ॥ মাদকের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মায়া রাণী রাবি দাশ (৩৫) নামের এক মাদক সমাজ্ঞীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত রবিবার সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম বিপিএমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তানগর রবি দাশ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ওই গ্রামের অর্জুন রবি দাশের স্ত্রী।
পুলিশ জানায় হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে মাদক মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।